মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
26 Feb 2025 05:33 am
![]() |
ছাদকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ীতে ঝর্ণা বেগম(১৮) নামের অন্ত:সত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।২৫ তারিখ মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে এঘটনা ঘটে।এলাকাবাসী এবং অভিযোগ সুত্রে জানাযায় পাশ্বর্বতী গ্রাম ছাউনিয়া বসিন্দা রেজ্জাক মিয়ার ছেলে আশিক মিয়ার সাথে একবছর পুর্বে শহিদুল ইসলামের কন্যা ঝর্না বেগমের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য গৃহবধু ঝর্নার উপর নির্মম নির্যাতন চালাতে থাকে। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক বার শালিস দরবার হলেও থেমে থাকেনি স্বামী সহ পরিবারের অন্যান্ন সদস্যরা। এর মাঝেও গৃহবধু অন্তসত্বা হয়ে পড়লে বাচ্চা নষ্ট করা এবং যৌতুকের দাবিতে
নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়,তারই ধারাবাহিকতায় গতরাতেও অমাষিক নির্যাতন চালায় পাষন্ড স্বামী, এক পর্যায়ে পায়ের আঙ্গুল কেটে ফেলে এবং মাথায় আঘাত করে। আর্তচিৎকারেও মন গলেনি পাষন্ড স্বামী সহ পরিবারে অন্যান্ন সদস্যদের। এই হত্যাকে আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করছে স্বামীর পরিবারের সদস্যরা।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত স্বপেক্ষে ব্যবস্থা নেয়া হবে, তবে নিহতের মাথায় এবং বিভিন্ন স্থানে কাটা এবং আঘাতের চিহ্ন রয়েছে।