সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
25 Feb 2025 01:31 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ২শ ৫০গ্রাম গাঁজাসহ শাহিনুর ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২২ ফেব্রæয়ারী) রাতে উপজেলার ধনতলা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম আদমদীঘির নসরতপুর ইউপির ধনতলা মধ্যপাড়া গ্রামের ইবাদত আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে আদমদীঘির ধনতলা গ্রামে মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২শ ৫০গ্রাম গাঁজাসহ শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি