রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
24 Feb 2025 04:39 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুরের সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল (৪০) কে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ।রবিবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, গত ১৭ জানুয়ারি জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রেপ্তারকৃত আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল গংরা তার চাচাতো ভাই আতাউর রহমান বিপুল (৫০) উপর হামলা চালায়। এসময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ এবং চাইনিজ কুড়াল দিয়ে আতাউর রহমান বিপুলকে এলোপাথারিভাবে কুপাতে থাকে এবং ভিকটিম বিপুলের ডানহাত ও ডান পা শরীর হতে বিচ্ছিন্ন করে ফেলে।
এক পর্যায়ে ভিকটিম বিপুলের স্ত্রী মুক্তা বেগম ও তার মা আসমা বেগম আসামিদের থামাতে গেলে আসামীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাত-পা বিছিন্ন হওয়া বিপুলকে মৃত ঘোষনা করেন এবং বিপুলের স্ত্রী ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে ঘটনার দিন নিহত বিপুলের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ি খানায় ১০ জনকে নামীয় ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার আরও বলেন, মামলা দায়েরের পর সরিষাবাড়ি থানা পুলিশ তাৎক্ষনিক বিভিন্নস্থানে অভিযান করে এজাহারনামীয় ২নং আসামী মোছা. আনোয়ারা বেগম ও ৪ নং আসামী সাজিত ইসলাম তানজিল কে গ্রেপ্তার করে। এরপর ২০ জানুয়ারি জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাজিপুর মেট্রোপলিটন এলাকার চক্রবর্তী ট্যাক এলাকা হইতে এজাহারনামীয় ৭নং আসামী তানজিল ইসলাম তাসিন (২৬), ৮নং আসামী মো. তাসলিমুল ইসলাম তমাল (২২) ও ৯নং আসামী বিন্দু তালুকদার (২৪) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই মামলায় চলতি মাসের ৭ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হতে মামলার এজাহার নামীয় ৫ নং আসামী রোকেয়া ওরফে তুহিনা বেগম (৪২) গ্রপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, এই হত্যা মামলার এজাহার নামীয় ৬ জন আসামী আটক হলেও ১ নং আসামিসহ ৪ জন গা ঢাকা দেয়। পরবর্তীতে শনিবার মধ্যরাতে জামালপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং মাধবপুর থানার হরিপুর এলাকা হতে মামলার প্রধান আসামী আসাদুজ্জামান আপেল কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আপেল সরিষাবাড়ির তারাকান্দি এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। উল্লেখ্য, এই ঘটনায় এজাহারনামীয় মোট ১০ জন আসামীর মধ্যে ইতমধ্যে ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা পুলিশ। বাকি তিন জন আসামিকে গ্রেফতার করার কার্যক্রম অব্যাহত রয়েছে।