রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
24 Feb 2025 04:56 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান রবিবার দুপুরে বগুড়া সদর মডেল রিসোর্স সেন্টারে ইফার উপ পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহাস্থান মাহী সাওয়ার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক। সদরের ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ শেরে আলম সরদার, মোস্তাকিম হুসাইন। দোয়া পরিচালনা করেন জেলা কার্যালয়ের মাষ্টার ট্রেইনার মোঃ শাহআলম। খবর বিজ্ঞপ্তির।
বগুড়ায় মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতির কর্মশালা অনুষ্ঠিত রবিবার বগুড়া জেলা রেজিস্ট্রার অডিটরিয়ামে বগুড়া জেলা মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতির কর্মশালা জেলা রেজিস্ট্রার সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিবন্ধন অধিদপ্তর ঢাকার রাজশাহী বিভাগীয় আইআরও মো: মতিউর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, কাজী সমিতির সভাপতি মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক মোনায়েম খান। কর্মশালা শেষে দোয়া পরিচালনা করেন কাজী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক কাজী জহুরুল ইসলাম। খবর বিজ্ঞপ্তির।