রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
24 Feb 2025 04:10 am
![]() |
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর সাপাহার ম্যাগাজিন হাউজ এর স্বাত্তাধিকারী এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি আব্দুল আলিমের পিতা মরহুম বইমুদ্দিন মন্ডলের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ।
মরহুম বইমুদ্দিন মন্ডল ছিলেন উপজেলার সদর সাপাহার চৌধুরী পাড়ার এক মুসলিম পরিবারের সন্তান। তিনি তাঁর জীবনদ্দশায় একজন কঠোর পরিশ্রমী এবং মুসলিম ধর্মের অনুসারী হিসেবে অত্যন্ত ধর্মভীরু মানুষ ছিলেন। তিনি জীবনের শেষ সময়টা পারিবারিক কাজ শেষে সাপাহার চৌধুরীপাড়া জামে মসজিদের খাদেম হিসেবে ইবাদতে নিজেকে ব্যস্ত রাখতেন বলে জানা যায়।
গত ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি শনিবার ভোর ২ টা ৪০ মিনিটে তিনি তাঁর নিজ বাস ভবনে অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সাপাহার ম্যাগাজিন হাউজ এর স্বাত্তাধিকারী ও দৈনিক সাতমাথা পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম তাঁর মরহুম পিতা বইমুদ্দিন মন্ডলের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।