রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
26 Feb 2025 05:40 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ঢাকা,ফেব্রæয়ারি ২২, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. -এর পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে স¤প্রতি যোগদান করেছেন পেশাদার ফরেনসিক অ্যাকাউনটেন্ট, চাটার্ড অ্যাকাউনটেন্ট ও কর্পোরেট লিগ্যাল এক্সপার্ট ড. মো. মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ।
ড. মো. মোস্তফা সাজ্জাদ হাসান অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ফিন্যান্সিয়াল ফ্রড ইনভেস্টিগেশন, বিজনেস ডিসপিউট সেটেলমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং, ট্যাক্স এবং কর্পোরেট লিগ্যাল বিষয়ে অভিজ্ঞ।
তিনি ফরেনসিক অ্যাকাউন্টিং বিষয়ে যুক্তরাজ্যের বেন্টউড কলেজ থেকে ডিপ্লোমা এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে পিএইচডি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউনটেন্ট ও ফেলো মেম্বার এবং আয়ারল্যান্ডের সার্টিফাইড পাবলিক অ্যাকাউনটেন্টস ইনস্টিটিউট এর সার্টিফাইড পাবলিক অ্যাকাউনটেন্ট (সিপিএ)।
এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ইন্সটিটিউট অব প্রফেশনাল সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউনট্যান্টস (আইপিএফএ)-এর সদস্য ও ফেলো মেম্বার।