শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
22 Feb 2025 02:31 am
![]() |
বগুড়া প্রতিনিধি:- একুশের প্রথম প্রহরে শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা অনলাইন প্রেসক্লাব। করেন।
রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিনে দোয়ার আয়োজন করা হয়।
বগুড়া শহরের শহিদ খোকন পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ৭১ ভিশন সম্পাদক মাকছুদ আলম হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া,জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সমন্বয়ক রাকিবুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক (অতি:) সাফায়াত সজল, এমদাদুল হক,আকাশ ইসলাম, আল মামুন,জিহাদ আহম্মেদ হিরো, রেজাউল সরকার রেজাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।