শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
22 Feb 2025 02:29 am
![]() |
সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-এই দেশ বদলাই পৃথিবী বদলাই” এই শ্লোগানে পঞ্চগড়ের বোদা উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে বুধবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালিটি উপজেলা শহরের বোদা-পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। পরে একই মাঠে বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশন করা হয়। পরে পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশ ও ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভ‚ঞা শাহীন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার সাইফুর রহমান মনি, কামরুল হাসান হিলটন প্রমুুখ বক্তব্য রাখেন।
প্রীতি ফুটবল ম্যাচে পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশ ২-১ গোলে ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশকে পরাজিত করে। খেলায় পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশের জাহিদ হাসান মিলু ও আল আমিন এবং ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশের মারুফ হাসান একটি করে গোল করেন।
এদিকে, তারুণ্যের উৎসবের দ্বিতীয় পর্বে বুধবার বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম ,সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ,বোদা উপজেলা বিএনপির আহবায়ক আফাজুল ইসলাম,সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ.বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময় বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চেয়ারম্যান তাবিথ আউয়ালের চিন্তাচেতনা ফুটবল খেলাকে ঢাকামুখী না রেখে সারা দেশে ছড়িয়ে দেয়া। তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল গেম, অনলাইন জুয়া থেকে ফিরিয়ে আনতে এবং খেলাধুলা মুখী করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আয়োজন। এরই অংশ হিসেবে তারুণ্যের উৎসবে আন্তঃ ইউনিয়ন, আন্তঃ উপজেলা, আন্তঃ বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্তমান অর্ন্তবর্তী সরকার তারুণ্যের উৎসবের মাধ্যেমে মানুষজনের মাঝে হারানো দিনের খেলাধুলা, ফুটবল ম্যাচ সহ নানা বিনোদনমুখী করার চেষ্টা করছে। আমরা আশা করি আগামী দিনে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো।