বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
21 Feb 2025 11:56 pm
![]() |
শাহ আলম, ঘোড়াঘাট, দিনাজপুর:- দিনাজপুরে বাংলাদেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স পিএলসি কর্তৃপক্ষের আয়োজনে বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরন ও উন্নয়ন সভা/২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ ই ফেব্রুয়ারী রোজঃ মঙ্গলবার বেলা ১১ টায় দিনাজপুরের " গ্র্যান্ড দাদু বাড়ী রির্সোট পার্ক চত্তরে দিনাজপুর এরিয়া ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলমের সভাপতিত্বে এবং গঙ্গাচড়া (রংপুর) জোন প্রধান শাহরীমা বেগম কেয়ার ধারা বর্ননায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স পিএলসি র মাননীয় মূখ্য নির্বাহী পরিচালক কাজিম উদ্দিন।
এ সময়ে আরও বক্তব্য রাখেন সহকারী ব্যাবস্থাপনা পরিচালক বাহার উদ্দীন মজুমদার, জি,এম,হেলাল ভাইস প্রেসিডেন্ট ( উন্নয়ন) ও তাকাফুল সমন্বয়কারী হেড অফিস ঢাকা,রংপুর এরিয়া ইনচার্জ ও এ,ভি,পি বদিউজ্জামান, দিনাজপুর ও রংপুর এরিয়া মনিটরিং ইনচার্জ শাহ আলম, বগুড়া এরিয়া ইনচার্জ ভাইস প্রেসিডেন্ট ( উন্নয়ন) মিজানুর রহমান সিপু,খাদেমুল ইসলাম জি,এম-১ এরিয়া ইনচার্জ জনবীমা দিনাজপুর, আবদুল্লাহ আল শাকিল এরিয়া ইনচার্জ জনবীমা বগুড়া, মিজানুর রহমান এ,ভি,পি (উন্নয়ন) এরিয়া ইনচার্জ জনবীমা রংপুর সহ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জোন প্রধান রুহুল আমিন সহ কুড়িগ্রাম,লালমনিরহাট, রংপুর,নীলফামারী, পঞ্চগড়,ঠাকুর গাঁও জোন প্রধানগন সহ সকল ডিসি,এজি,এম,বি,এম,ইউ,এম ও এফ,এ বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি বেশ কয়েকজন মেয়াদ পূর্ন বীমাগ্রহীতাদের মাঝে ২ কোটি ২৫ লক্ষ টাকা বীমাদাবীর চেক তুলে দেন এবং ফেব্রুয়ারী/২৫ ইং পূর্ব ঘোষিত লক্ষ অর্জনে সফল কারী কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরন করেন এবং দুপরে এক প্রীতিভোজে প্রায় ৮ জেলা হতে আগত ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স পিএলসি তে কর্মরত এক হাজার দুইশত জন কর্মকর্তা/ কর্মী সকলেই অংশ গ্রহন করেন।