বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
23 Feb 2025 04:59 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ীতে ৪নং বরিশাল ইউনিয়নে দুবলাগাড়ী গ্রামের দালালপাড়ায় জমিতে সেচ পাম্পেে মাধ্যমে পানি নেয়া কে কেন্দ্র করে সংঘর্ষে উভায় পক্ষে ৮ জন আহত। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সেচ পাম্পে পানি নেয়া কে কেন্দ্র করে এই সংঘর্ষের সৃষ্টি হয়।
জানা যায়,দির্ঘদিন ধরে রেষারেষি চলতে থাকায় তারই ধারাবাহিকতায় মৃত সামসুল ইসলামের ছেলে মোঃ মিন্টু মিয়া ও মৃত আব্দুল করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন খান এর মধ্যে উত্তেজনা বিরাজ করার এক পর্যায়ে উভয় মধ্যে মারামারি সংগঠিত হলে উভয় পক্ষের নারী শিশু,পুরুষ সহ ৮ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
আহতরা হলেন আলতা বেগম,জাহেদা,মশিউর রহমান,জহুরুল ইসলাম,জানে আলম,জুনায়েদ। এবিষয়ে পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলি ভুট্টাে বলেন আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিবেশ সান্ত করেছি তাছাড়া খোঁজ নিয়ে জানা যায় উত্তর পক্ষ একে অপরের আত্মীয়, তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে না থাকলেও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধের নিষ্পত্তি করার চেষ্টা করবো।