বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
21 Feb 2025 11:57 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে জাহাঙ্গীর দম্পতির একমাত্র পুত্র সাজ্জাদ হোসেন (০৮) এর কপালে জন্মের আট বছর পরেও জোটেনি একটি হুইল চেয়ার। জানা যায় বরিশাল ইউনিয়ের ভবানিপুর গ্রামের জাহাঙ্গীর দম্পতির একমাত্র পুত্র সাজ্জাদ হোসেন জম্নের পর থেকেই শারিরীক প্রতিবন্ধী। সাজ্জাদের পিতা জাহাঙ্গীর পেশায় একজন দিনমজুর। সাজ্জাদের জন্মের পর থেকেই অনেক চিকিৎসা করেও কোন উন্নতি হয়নি তার। এদিকে সাজ্জাদের চিকিৎসা ব্যয় বহন করতে নিঃস্ব হয়ে পরেছে তার পরিবারটি।
দুবলাগাড়ী গ্রামের সমাজ সেবক ইউনুস আলী বলেন একমাত্র ছেলের জন্য সহায় সম্বল হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়। সাজ্জাদের জন্য একটি হুইল চেয়ারের খুবই প্রয়োজন। তাহলে হয়তোবা সাজ্জাদ একটু আলোর মুখ দেখতে পারবে। সমাজের সহৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে একটি হুইল চেয়ারের আবেদন জানিয়েছেন সাজ্জাদের পরিবার সহ এলাকাবাসি।
যোগাযোগ সাজ্জাদের পিতা জাহাঙ্গীর আলম মোবাইল নাম্বারঃ-০১৭০৬-৭৯৫৪৫১ অথবা-০১৭৬৭-৫৩৭২৯৩