বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
22 Feb 2025 11:44 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানের মধ্য দিয়ে শরীয়তপুর জেলায় অনুষ্ঠিত মাসব্যাপি তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী ২০২৫) সন্ধ্যায় শরীয়তপুর জেলার বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, শরীয়তপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির।
উক্ত মাস ব্যাপি আয়োজনের মধ্যে ছিলো জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত যুবককে সহায়তা প্রদান, ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এরপরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নোবেল জয়ী মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর চিন্তা চেতনা থেকে আসা তারুণ্যের উৎসবের নাম দিতে; আমাদের তরুন-যুবসমাজ জাতির সামনে নতুন দিগন্তের উন্মোচন করার সুযোগ পেয়েছে। তাই আসুন তারুণ্যের শক্তিকে সম্বল করে “আমরা দেশ বাদলাই, পৃথিবী বদলাই”।