শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
23 Feb 2025 12:16 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার ভবানীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের একমাত্র পুত্র সাজ্জাদ। বয়স আট বছর। আট বছর বয়সী হলেও তাকে দেখে বোঝার উপায় নেই যে তার বয়স আট।
সাজ্জাদের জন্মের পর পরই নানা জটিলতা দেখা দেয়। অনেক চিকিৎসককে দেখানো হলেও সাজ্জাদের কোনো উন্নতি হয়নি। ইতিমধ্যে অনেক অর্থ-কড়ি খরচ হয়ে গেছে কৃষক জাহাঙ্গীরের। এখন নিঃস প্রায় পরিবারটি। এমতাবস্থায় তাদের প্রয়োজন ছিল একটি হুইল চেয়ারের।
আলহামদুলিল্লাহ। সেই চেয়ারটি দেয়ার জন্য এগিয়ে এসেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজোয়ান কবির। এমন একটি অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য ইউএনও মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।