শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
21 Feb 2025 01:13 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, শিক্ষার পাশাপশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চাও খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মেধাবিকাশ প্রতিফলন সম্ভব, তেমনিভাবে খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চায় সাফল্য অর্জন সম্ভব। শিক্ষার্থীদের শরীর চর্চা খেলাধূলার মাধ্যমে হয়। তিনি আরও বলেন, মাধ্যমিক পর্যায়ে এসব ক্ষেত্রে সফল হতে পারলে পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যোগ্য মেধাবী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে পিতামাতা সহ সবার মূখ উজ্জ্বল করতে পারবে। কাজে এ সময়টা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের সফলতা অর্জন করতে হবে। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালুর মুরইল ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওঃ এ কে এম আব্দুল হক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মো. আব্দুস সাহিদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শহিদুর রহমান সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মো. আব্দুল মান্নান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জু অত্র মাদরাসার শিক্ষক/শিক্ষিকা. ছাত্র/ছাত্রীবৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।