বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
13 Feb 2025 11:02 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে শৌলপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শৌলটাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুবেল খান ও মোঃ বাবুল মাদবরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি হাজী হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা। সম্মানিত অতিথি ছিলেন,শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক আঃ কুদ্দুস মাদবর, সদস্য আতিকুর রহমান খান। অতিথি ছিলেন, মামুন আকন, রিপন ফকির, মধু মুন্সী, হাকিম খান, হেলাল খান, কালা চান, মিরালী, দ্বীন ইসলাম মাদবর।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।