বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
13 Feb 2025 12:49 am
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, মাদকের ছোবল থেকে বাঁচতে যুব সমাজকে বেশি বেশি করে খেলাধূলা করতে হবে। তিনি আরও বলেন, যুবকেরাই পারবে
সমাজ ও বাংলাদেশকে মাদক মুক্ত করতে। বুধবার বিকেলে বগুড়ার কাহালুর বিবিরপুকুর বাজার যুব সমাজের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান নক-আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারহট্র ইউ পির ৬ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম রব্বানী মন্ডল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, বগুড়া ভান্ডার গ্রæপ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্য চাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব্ আব্দুল করিম, নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গেফারী, উপজেলা ছাত্রদলের সভাপতি সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমীর মোস্তফা রেজওয়ান স্বাধীন সহ খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ।
ফাইনাল খেলায় কাহালুর প্রতাপপুর তালদীঘি ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে সিরাজগঞ্জ রিয়াজুল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মুমিন জুয়েল। তাকে সহযোগীতা করেন জিব্রাইল আমিন ও শফিকুল মামুন।