বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
12 Feb 2025 04:57 pm
![]() |
৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ রোপ স্কিপিংয়ে করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের সাফল্য উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে ০৫/০২/২০২৫ ইং নুনগোলা হাইস্কুল, বগুড়ায়। ফলাফল : ১ম স্থান দশম শ্রেণী: বালক বড় বিভাগে মো: নাবীয়্যূন ইসলাম পৃথিবী এক মিনিটে সর্বোচ্চ ৩১০বার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, বগুড়া।
২য় স্থান নবম শ্রেণী: বালক বড় বিভাগে এস এম মহিব রহমান এক মিনিটে সর্বোচ্চ ২৬০বার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, বগুড়া। এবং জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে ১০/০২/২০২৫ ইং মমতাজ উদ্দিন স্টেডিয়াম, বগুড়ায়।
ফলাফল :১ম স্থান দশম শ্রেণী: বালক বড় বিভাগে মো: নাবীয়্যূন ইসলাম পৃথিবী এক মিনিটে সর্বোচ্চ ৩৮৮বার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, বগুড়া।
২য় স্থান নবম শ্রেণী: বালক বড় বিভাগে এস এম মহিব রহমান এক মিনিটে সর্বোচ্চ ৩২৩বার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, বগুড়া। আগামী ১৮/০২/২০২৫ইং বিভাগীয় পর্যায়ের খেলা রাজশাহীতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।