বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
12 Feb 2025 07:59 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে এক ইউপি সদস্য হাতে সংখ্যালঘু মহিলার শ্লীতাহানির ঘটনার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত গ্রামের অরেবিন্দু চন্দ্র বর্মন এর স্ত্রী গোলাপী রানী (৪২) কে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য নুরুন্নবীসহ ৪ জন মিলে ওই বাড়িতে গভীর রাতে প্রবেশ করে শ্লীতাহানির চেষ্টা করে।
ভুক্তি গোলাপী রানী জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২ টার সময় পাঁচগাছি ইউনিয়ন বর্তমান ইউপি সদস্য নুরুন্নবীসহ ৪ ব্যাক্তি মাদক সেবন করে আমার গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে।আমার স্বামী অরেবিন্দু চন্দ্র বর্মন ঘর থেকে বেড়িয়ে পড়ে।এসময় নুরুন্নবীসহ সকলেই তাকে কিল-ঘুষি মারতে থাকে।স্বামীকে রক্ষা করতে এলে আমাকে জোরপূর্বক ভাবে ঝাপটিয়ে ধরে।আমি তাদেরকে বাধা দিলে আমার পড়নের জামাকাপড় টেনেহিঁচড়ে ছিড়িয়া ফেলে। আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা ঘটনা স্থানে আসলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সোমবার রাতে সিএনজি যোগে কয়েকজন লোক অরেবিন্দুর বাড়িতে আসে, তাদের ডাকচিৎকারে লোকজন তার বাড়িতে আসলে ইউপি সদস্যহস মাদক সেবনকারিরা সটকে পরে।
বিষয়টি নিয়ে কথা হয় ইউপি সদস্য নুরুন্নবীর সাথে তিনি জানান, জমিজমা নিয়ে তাদের পারিবারিক বিষয়ে আমাকে অবয়বগত করলে আমি রাতে তাদের বাড়িতে যাই কিন্তু শ্লীতাহানির কোন ঘটনা ওখানে ঘটেনি।
ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটির কথা লোকমুখে শুনেছি এখন পর্যন্ত আমার কাছে কেউ আসেনি।
এবিষয়ে এখন পর্যন্ত কিছুই জানিনা তবে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক মিয়া।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর