মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
12 Feb 2025 02:13 am
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন স্থানীয় জনগণের আয়োজনে মদ, জুয়া, তাস, নেশায় সর্বনাশ, খুন, গুম ও রাহাজানি কারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে চতরাহাট শহীদ আবু সাঈদ চত্বরে এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন অনুষ্ঠানে অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ানোর জন বিশেষভাবে আহŸান জানান বক্তারা।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চতরা ইউনিয়ন শাখার বাইতুলমাল সাধারণ সম্পাদক মাসুদ রানা, রোকনে জামায়েত মেহেদী হাসান শামীম, ওলামা জামাতের চতরা শাখার সভাপতি হাফেজ সাইদুর রহমান, ব্যবসায়ী শামুন ইসলাম, রংপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আনন্দের অন্যতম সমনয়ক উৎস ,বিএনপি নেতা আব্দুল কাফি, চতরাহাট ইমাম বোখারী জামে মসজিদ এর খতিব ওমর ফারুক প্রমূখ।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর