সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
31 Jul 2025 01:34 am
![]() |
রুমানা আমিন, বগুড়া ভ্রাম্যমাণ প্রতিনিধি:- বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযান বিপুল পরিমান ফেন্সিডিল,পিকআপ সহ আটক ২ এস আই সুমনঃ বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র সবজিবাহী পিকআপের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ৫০৫(পাঁচশত পাঁচ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ ০২জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।
ঘটনা স্থল- বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ দি মুন হোমিও ফার্মেসি এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের পুর্ব প্বার্শে। উদ্ধারকৃত মালামাল- ৫০৫(পাঁচশত পাঁচ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও ১টি পিকআপ। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- (১)মো: বাবু মিয়া(২৮), পিতা-মো: শুকুর আলী, মাতা-সেলিনা, গ্রাম-হাজিগঞ্জ, থানা-নীলফামারী, জেলা-নীলফামারী (২) আহাদ হোসেন মাহিম(২১), পিতা-মো: দেলোয়ার হোসেন, মাতা-সেলিনা, গ্রাম-কুরগাঁও , ডাকঘর-মির্জানগর, থানা-সাভার, জেলা-ঢাকা। আসামীর বিরুদ্ধে মামলা নাই।