সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
11 Feb 2025 08:34 pm
রুমানা আমিন, বগুড়া ভ্রাম্যমাণ প্রতিনিধি:- মাটিডালির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ৯ জন নারীসহ ১৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় শহরের মাটিডালী এলাকার হোটেল ড্রিম প্যালেস থেকে তাদের আটক করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর রাকিব হোসেন। ইন্সপেক্টর রাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন নারী রয়েছেন।
তিনি আরও বলেন, আটককৃত নারীদের বাড়ি বাগেরহাট, খুলনা, নওগাঁ, চাঁদপুর, গাজীপুর, নেত্রকোণা, শরীয়তপুর, দিনাজপুর ও গাইবান্ধা এলাকার বাসিন্দা। অপরদিকে আটককৃত পুরুষ সবাই বগুড়ার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান শেষে আটককৃত নারীদের বগুড়া সদর থানার পাঠানো হয়।