সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
11 Feb 2025 03:06 pm
রুমানা আমিন, বগুড়া ভ্রাম্যমাণ প্রতিনিধি:- ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের বড়মহেশখালীর জিয়াউল করিম বগুড়ায় গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল , জেলা কার্যালয়, মাদকবিরোধী অভিযানে বগুড়া শহরতলির বগুড়া-রংপুর মহাসড়ক ছিলিমপুর ১ম বাইপাস রোড, বগুড়া ফিলিং ষ্টেশনের সামনে আজ সোমবার জিয়াউল করিমের ব্যবহারিত স্কুল ব্যাগ তল্লাশী করে ১ হাজার, ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।
স্কুল ব্যাগের ভিতর স্কচটেপদ্বারা মোড়ানো ২টি পোটলায় নীল রংয়ের জিপারযুক্ত প্যাকেট ৯ টি, প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট এক হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী হলেন, জিয়াউল করিম (২৪), পিতা আবু বকর ছিদ্দিক, সাং মিয়াজিরপাড়া, বড়মহেশখালী, ডাকঘর বড়মহেশখালী, থানা-বড়মহেশখালী, জেলা কক্সবাজার।