সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
11 Feb 2025 07:09 pm
৭১ভিশন ডেস্ক:- আজ ১০ ফেব্রুয়ারী ২০২৫ বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ আ্যগ্রোইকোলোজী ফ্লাটফর্মের উদ্যোগে দশমিনা উপজেলা কৃষি অফিস কার্যালয়ের হল রুমে দেশী বীজ ব্যবহার ও চাষাবাদের উপর এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী পালিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কৃষিকর্মকর্তা মো: জাফর আহম্দে, উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম, প্রশিক্ষণ পরিচালনা করেন উবিনিগের উপদেষ্টা ড: এম এ সোবাহান, পরিচালক জাহাঙ্গীর আলম জনি, বক্তব্য রাখেন বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী ডা: সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, কৃষক নেতা আবদুস সাত্তার হাওলাদার, কায়েস মাহমুদ, কাজী আনিসুর রহমান, রায়হান বাদল, পিয়ারা বেগম, গাজী ফিরোজ আলম, কামরুন নাহার মিলি, কাজী জাহানারা বেগম, খুরশিদা বেগম, মোর্শেদা বেগম, রাহিমা বেগম প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের সরকারী সহায়তা গ্রহণ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, তার মাধ্যমে যেসব সহায়তা কৃষকের প্রাপ্য তা তিনি প্রদানের জন্য সর্বদা দায়িত্বশীল ভূমিকা রাখতে চান। সার ও কিটনাশকের ব্যবহার কমিয়ে সমন্বিত বালাইনাশক পদ্ধতি প্রয়োগ করে অধিক ফসল উৎপাদনের জন্য তিনি এলাকায় ঘুরে ঘুরে কৃষকদের উৎসাহিত করেন বলে অভিমত ব্যক্ত করেন।
প্রশিক্ষক ড: সোবহান ও জাহাঙ্গীর আলম জনি প্রশিক্ষণে দেশী বীজের বিভিন্ন দিক বর্ণনা করে কৃষকের দেশী বীজের চাষাবাদে উদ্বুদ্ধ করেন। তাঁরা প্রমাণ করেন যে দেশী বীজে অধিক ফসল এবং স্বাস্থ্যসম্মত ও পুষ্টিসম্মত খাবার উৎপাদন সম্ভব। সার ও কিটনাশক নির্ভর চাষাবাদের ধরন থেকে বেরিয়ে এসে পরিবেশ ও প্রতিবেশ বান্ধব চাষাবাদের মাধ্যমে পৃথিবীকে ক্ষুধা, দারিদ্র্য ও বিষমুক্ত করা যাবে বলে তাঁরা জোরের সাথে প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা দেশীয় বীজ সংরক্ষণ ও পুনরুদ্ধার করে কৃষকের অস্তিত্ব টিকিয়ে রাখার ও বহুজাতিক কৃষি ব্যবসায় কোম্পানীর আগ্রাসনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ পেয়ে টেকসই চাষাবাদ করে নিজেদের জন্য ও ব্যাপক ভোক্তাগোষ্ঠির জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।