সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
12 Feb 2025 02:54 am
![]() |
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:- পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের মাকে সুপারি গাছের সাথে বেধে বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে। রোববার সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন নারী সংক্রান্ত কারনে স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকুরীচ্যুত হয়। আল আমিনের চারিত্রিক সমস্যার কারনে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এ ঘটনায় আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে।
রবিবার সকালে আলআমিন চট্টগ্রাম থেকে বাড়ী এসে তার পিতাকে হত্যার জন্য দাও নিয়ে ঘুরতে থাকে। এলাকাবাসী পুলিশে খবর দেয়। ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়ীতে গেলে আলআমিন পালিয়ে থাকে।পরে পুলিশ চলে আসার পর আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেধে রেখে বসত ঘরটি আগুনে পুড়িয়ে দেয়। তার মায়ের চোখের সামনেই আগুনে
সবকিছু ভষ্মিভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আলআমিন কে আটক করে থানায় নিয়ে আসে। রোববার রাত ৯.০০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পিতা বাদী হয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, চরনী পত্তাশী গ্রামে মাকে বেধে ছেলে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আলআমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় মামলা করবেন।