রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫
11 Feb 2025 11:27 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরে গ্রাম আদালতের চলমান কার্যক্রমের গতিশীলতা আনতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৯ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা'র সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম। সভা পরিচালনা করেন, গ্রাম আদালত প্রকল্পের শরীয়তপুরের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী।এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুরের সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, শরীয়তপুর জেলার ৬৫ ইউনিয়ন পরিষদ থেকে আগত হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ, প্রকল্প প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ও পিএফএ। তারা হলেন, মোঃ লুৎফর রহমান মোল্লা উপজেলা কো-অর্ডিনেটর গোসাইরহাট, উৎপল মন্ডল ডামুড্যা উপজেলা, সাথী আক্তার জাজিরা উপজেলা, জামাল উদ্দিন সদর উপজেলা, মোঃ ইকবাল জামিল ও মোঃ আনিছুর রহমান নড়িয়া উপজেলা, মোঃ জাকারিয়া হোসাইন ও মোঃ জামাল হোসাইন ভেদরগঞ্জ উপজেলা এবং শুভ চন্দ্র দে প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট ডিসি অফিস, শরীয়তপুর।
উক্ত সভায় জুন ২০২৪ হতে ডিসেম্বর ২০২৪ জেলার চলমান অগ্রগতি উপস্থাপন করা হয়। গত ৭ মাসে শরীয়তপুরে গ্রাম আদালতের মাধ্যমে ৯৯৬ টি মামলা গ্রহণ এবং ৯৯১ টি মামলা নিষ্পত্তি করা হয়, যার মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ আদায় করা হয় ২ কোটি ৩৪ লক্ষ ৪১ হাজার টাকা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করতে হবে এবং তার জন্য ইউনিয়নভিত্তিক প্রচারণা আরো বাড়াতে হবে। তিনি উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশ্যে বলেন, গ্রাম পুলিশদের কাজে লাগাতে হবে এবং ইউনিয়ন চেয়ারম্যান যেন নিয়মিতভাবে এজলাস বসেন এবং গ্রাম আদালত পরিচালনা করেন এবিষয়ে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। অনুষ্ঠানের সভাপতি বলেন, ফ্রেব্রুয়ারী ২০২৫ হতে প্রতিটি ইউনিয়নে মাসে অন্তত ৫ টি করে মামলা গ্রহণ এবং গ্রহণকৃত মামলায় ৭০% হারে নিষ্পত্তি করতে হবে। সাধারণ জনগণ যেন গ্রাম আদালতে এসে হয়রানির স্বীকার না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।