রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫
11 Feb 2025 02:49 pm
৭১ভিশন ডেস্ক:- মানবিক বাংলাদেশ ইনসাফ ভিত্তি সমাজ প্রতিষ্ঠার দাবি নিয়ে আজ রবিবার সকল ১০ টায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে এই কর্মসূচি শুরু করেন। প্রতিদিন একটা জেলা সফরে করে জেলা শহর ঘুরে ঘুরে মানুষকে সচেতন করবেন।
কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, মানুষ রাষ্ট্র পরিবর্তন করতে চায় কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করে না। রাষ্ট্র পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হয়, সমাজ পরিবর্তন করতে হয়, তারপর রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। সমাজে মানুষের মধ্যে দিনদিন মানবিক মূল্যবোধ কমে যাচ্ছে। মানুষের উপর মানুষের শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। দিনদিন মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। ভিন্নমত হলেই একজন অন্যজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা করছে। সমাজ দিনদিন অমানবিক হয়ে উঠছে। মানুষকে মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই কর্মসূচিতে আমি দেশবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি তেতুলিয়া থেকে কর্মসূচি শুরু করেছে প্রতিদিন একটা জেলা সফরে করে আগামী মাসে টেকনাফ গিয়ে এই কর্মসূচি শেষ করবো।