রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫
09 Feb 2025 09:16 am
ভোলা প্রতিনিধি-প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় দেশের গরীব অসহায়, দুস্থ ও মসজিদ মাদ্রাসায় সামর্থ্য অনুযায়ী দান করে যাচ্ছেন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম। দীর্ঘদিন দুই যুগ প্রবাসে থাকা আবুল কাশেম সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অসহায় মানুষ নিয়ে পোষ্ট তার নজরে আসলেই সামর্থ্য অনুযারী সহযোগিতা করেন।
প্রবাসী আবুল কাশেম মিয়ার মানবিকতা দেখে দেশের অন্যতম সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ শ্রেষ্ঠ মানবিক ও সামাজিক ব্যক্তি হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করেছে।
৮ই ফেব্রুয়ারী বিকালে ঢাকা সেগুনবাগিচায় কচিকাঁচ মেলা মিলনায়তনে রাইট টক বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গুণিজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবক মিলন মেলা ২০২৫" তাকে শ্রেষ্ঠ এ এ্যাওয়ার্ড প্রদান করেন।
প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম এর পক্ষে তার নিকটবর্তী এক স্বজন এ সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।
এ্যাওয়ার্ড তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ড.লে: কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ।
বিশেষ অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এরশাদ হোসেন খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোঃ মোশারফ হোসেন ,ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাইট টক বাংলাদেশের আল- আমিন এম তাওহীদ,চীফ এক্সিকিউটিভ অফিসার রাই নেক্সাস ইনফোটেক মোঃ ইঞ্জিনিয়ার আরিফুল হক, সাইটোক বাংলাদেশ সাধারণ সম্পাদক নুরুনাহার হোসেনপ্রমুখ।