বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫
06 Feb 2025 05:10 am
উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে অসদাচরণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের পর নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হয়ে থেমে থেমে বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর। বিক্ষুদ্ধরা জানান, রোববার সন্ধ্যায় গ্রামের কয়েকটি চায়ের দোকান থেকে লুডু খেলারত অবস্থায় কিছু মানুষকে তুলে নিয়ে আসেন পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী। এরপর তাদের এই মর্মে আদালতে চালান করতে উদ্ধত হন যে, তারা জুয়া খেলছিল। ব্যাপক খোঁজখবর নিয়ে জানা যায়, তারা কেউ জুয়া খেলছিলেন না। তাদের নামে ইতোপূর্বেও কোনো পুলিশি অভিযোগ নেই। তাদেরকে ছাড়াতে স্থানীয় জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীরা ওনার সঙ্গে কয়েক দফা সাক্ষাত করেন। উনি তাদের সঙ্গে জঘন্য ব্যবহার করেন।
এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা তাকে কল করেন। উনি তার সঙ্গেও অসদাচারণ করেন। এমনকি অভিযুক্ত পুলিশ পরিদর্শক প্রকাশ্যে অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে গালি দেন বলেও দাবি করেন বিক্ষুব্ধরা। এই ঘটনার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একপর্যায়ে তিনি আটকদের ছেড়ে দিতে বাধ্য হন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী বলেন, অভিযুক্ত পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী সবসময় অপেশাদার আচরণ করেন, যা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিল। এজন্য উত্তেজিত জনতা মিছিল করে।
এদিকে, এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। যার ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর বলেন, অভিযোগ আসায় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।