মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
04 Feb 2025 02:45 pm
৭১ভিশন ডেস্ক:- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন।সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে গত ছয় মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অনলাইনে কীভাবে এফআইআর দায়ের করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম অনলাইনে এফআইআর করার প্রক্রিয়া সম্পর্কে জানান।
তিনি বলেন, থানায় গিয়ে এফআইআর করার ক্ষেত্রে নানা নিয়মকানুন থাকে। এ কারণে হয়তো অনেকেই অনলাইনে এফআইআর করতে সমস্যার সম্মুখীন হবেন। তাদের সহায়তা ও সুবিধার জন্য কল সেন্টার ও বিশেষ হান্টিং নাম্বার থাকবে। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে যে কেউ কল সেন্টারে ফোন করে কীভাবে এফআইআর করতে হবে সে সম্পর্কে জানবেন এবং এফআইআর দায়ের করবেন।
প্রেস সেক্রেটারি বলেন, অনেকেই থানায় গিয়ে এফআইআর করতে বিব্রত হন। অনেক সময় চাঁদাবাজির শিকার হন। এ থেকে মুক্তি পেতে কল সেন্টার ও হান্টিং নাম্বার রাখার চিন্তাভাবনা চলছে। এছাড়া অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সংস্থাগুলো যেন সমন্বিতভাবে কাজ করতে পারে সেজন্য এই কমান্ড সেন্টার নির্মিত হবে বলে তিনি জানান।
পিএনএস