মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
04 Feb 2025 04:54 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- নওগাঁ ব্যানিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গত রবিবার (২ ফেব্রæয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করেন।
নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন রহমান (১৯)।নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান জানান,রবিবার বিকেলে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলা ঘুরতে যাই।
মেলা থেকে আমরা রাতের বেলায় বাড়ি ফেরার পথে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির সান্তাহার শহরের বাঁশহাটি মৎস্য আড়ত এলাকা পৌঁছালে একটি কোচ বাসকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ একটি মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, নওগাঁ ব্যানিজ্য মেলা দেখে মোটরসাইকেলে যোগে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি কোচ বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি