মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
04 Feb 2025 04:54 am
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরে আগুন ও ভূমিকম্পজনিত দুর্ঘটনা মোকাবেলায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিসের ব্যাবস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ শরীফ-উজ-জামান।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সোহেল রানা,মুহাম্মদ আসিফ হায়দার, মেফতাহুল হাসান,শরীয়তপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস সহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ।