মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
04 Feb 2025 10:01 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধার মোড় থেকে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামের ইউপি রাস্তার প্রায় তিন শতাধিক ইউক্লিপটার্স গাছ রাতের আধারে চুরি।
উক্ত গাছ গুলো বড় হওয়ায় স্থানীয় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার কামাল সরকার চোখে পরে।
এবং প্রায়ই রাতে-ভোর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাছ গুলো চুরি করে কেটে নিয়ে যায়।যার মূল্য কমপক্ষে ১৯ লক্ষ ৭০ লক্ষ হাজার টাকা হবে।
তারপর বিভিন্ন সংবাদকর্মীর মাধ্যমে সামাজিক যোগাযোগ ফেসবুকে রাস্তার গাছ চুরির বিষয়টি প্রকাশ পায়।এবং নজরে আসে তরুন উদীয়মান সাংবাদিক পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকারের।পরে গাছ চুরির বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
সেই মামলা দায়ের সূত্র ধরে চলছে থানা পুলিশের চিরুনি অভিযানে অবশেষে সোমবার রাতে সাজ্জাদের ছ,মেল থেকে চোরাইকৃত গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।
চিরুনি অভিযানে অবশেষে চোরাইকৃত গাছ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ।