মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
04 Feb 2025 03:51 am
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ- রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার জামতলা নামক স্থানে ওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদাণ করে।
সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ব্যানারে সকল শ্রেণী পেশার মানুষ মানব বন্ধনে অংশ নেয়। মহাসড়কের জামতলায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পীরগঞ্জ উপজেলা যুগ্ম আহŸায়ক রায়হানুজ্জামান খোকন, পীরগঞ্জ জামতলা মদিনাতুল উলুম মাদ্্রাসার মওলানা রেজাউল করিম,হাফেজ শহিদুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পীরগঞ্জের নেতা জাকির,সোহাগ খাঁন ,জনি,লেলিন প্রামানিক ও রংপুর মহানগর নেতা মারুফ আহম্মেদ প্রমুখ। জামতলা নামকস্থানের পশ্চিমদিকে পীরগঞ্জ মহাবিদ্যালয় ও জামতলা হাট।
পুর্বদিকে জামতলা মদিনাতুল উলুম মাদ্্রাসাসহ কয়েকটি মহিলা কওমী মাদ্্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৩ সহস্্রাধিক শিক্ষার্থী রয়েছে। বর্ণিত স্থানের দক্ষিণ-পশ্চিম কোনের সড়ক দিয়ে উপজেলা সদরে প্রবেশমুখ। উত্তর-পূর্ব কোনের সড়ক দিয়ে শানেরহাট, মিঠিপুর,পাঁচগাছি ইউনিয়ন ও মিঠাপুকুরের বৈরাতির হাজার হাজার মানুষের চলাচল।
মহাসড়কের নকশায় ওভারব্রিজ না থাকায় আশ্চার্য হয়ে দীর্ঘদিন ধরে ওভারব্রিজের দাবি করে আসছিল এলাকাবাসী। উল্লেখ্য, এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে নিহতের পাশাপাশি আহত হচ্ছেন অনেকে। অধিকাংশ দুর্ঘটনা রাস্তা পারাপারে ঘটলেও প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠে। গত ২৭ জানুয়ারী বর্ণিত স্থানে দু’ই মোটরসাইকেলে সংঘর্ষ ঘটে।
এতে পাঁচগাছির ইউপি’র দশমৌজা পানেয়া গ্রামের আতোয়ারের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সুযোগপ্রাপ্ত মোজাহিদ মিয়া (১৭) ঘটনাস্থলে ও উপজেলা সদরের ওসমানপুরের আব্দুস কুদ্দুসের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহŸয়ক আনিছুর রহমান রানু (৩৫) ও উপজেলা সদরের ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল করিম (৪২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাকালীন মৃত্যু ঘটে।
এখনও গুরুত্বর আহত পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর