রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৫
09 Feb 2025 09:15 am
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:-বিএনপি'র জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপি'র সাবেক সফল সভাপতি মরহুম এ্যাড. জামাল শরীফ হিরুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে নড়িয়ার পন্ডিতসার মাঠে মরহুম এ্যাড জামাল শরীফ হিরু স্মৃতি পরিষদের আয়োজনে ও শরীয়তপুরের নড়িয়ার ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরাম সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিলা দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও এ্যাড. হিরুর সহধর্মিণী এ্যাড. শামিমা জামাল সাথী হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকসু'র সাবেক জিএস খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. তাহমিনা আওরঙ্গ, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল (অব.) এস এম ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি পরিবার অনলাইন ফোরাম সদস্য এডমিন: বিএস শাহ আলম বেপারী, সদস্য মোঃ দেলোয়ার হোসেন রাড়ি, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ ইদ্রিস হাওলাদার, মোঃ আবুল হোসেন মাঝি, তানিছুর রহমান, মোঃ গনি মৃধা, মোঃ আরিফ হোসেন হাওলাদার, মোঃ সুমন বেপারী, মোঃ ইকবাল হোসেন সিকদার, মোঃ খায়ের হাওলাদার, মোঃ পিপলু হাওলাদার, মোঃ হাশেম ঢালী, মামুন খান, রিপন হাওলাদার, মাহবুব লাকুরীয়া, নাজমুল বেপারী, মোঃ জামাল হাওলাদার, জাকির হাওলাদার, রিংকু খান, মোঃ আতোয়ার চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম ডোলিম, মোঃ মনিরখান, মোঃ শাহাদাত হোসেন শিপন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু এখনও চুড়ান্ত বিজয় হয়নি। গণতন্ত্র ফিরে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের ফসল, তাই শহীদের রক্ত বৃথা যেতে দিবো না। একজন্য ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিযে আনতে হবে। অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশী দিন চলতে পারেনা। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, হিরু ভাই ১০০ তে ১০০ বিএনপির খাটি নেতৃত্ব। তাঁর ত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। স্বৈরাচারী এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে হিরু ভাইয়ের অবদান স্মরণীয়। তাই দলীয় নেতাকর্মীদের হিরু ভাই মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মী হতে হবে।
ঢাকসু'র সাবেক এই জিএস আরও বলেন, জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। তাই কেউ দল করেত বা নির্বাচন করতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে করতে পারে; তাতে স্বাগতম জানাবো। কিন্ত ক্ষমতায় থেকে অতীতের মতো দানব সরকার হতে চাইলে জনগণ তা মানবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে। আর ত্যাগীরা যেন মুল্যায়িত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।