বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
27 Feb 2025 11:18 pm
![]() |
মামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:- জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ইন্দুরকানী উপজেলা বালিকা ফুটবল দল পিরোজপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকালে পিরোজপুর ষ্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ভান্ডারিয়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ইন্দুরকানী উপজেলা বালিকা দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মাদ আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।