বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
26 Feb 2025 07:18 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে নাগর নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে শ্যালো চালিত ড্রেজার মেশিন ও বালুভর্তি একটি ট্রাক জব্দ করেছেন।সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে ক্যাপ্টেন স্যাকলাইনের নেতৃত্বে আদমদীঘির কুন্দগ্রাম এলাকায় নাগর নদীতে এ অভিযান চালানো হয়।
জানাযায়,বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদীর কুশাবাড়ি, কালিতলাসহ কয়েকটি স্থানে দীর্ঘ দিন যাবত এক শ্রেনির প্রভাবশালী ব্যক্তি অবৈধ ভাবে শ্যালো চালিত ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীরে বোরিং করে বালু উত্তোলন ও মাটি খনন করে তা ট্রাক্টরের মাধ্যমে বহন করে অন্যত্র বিক্রি করে আসছিল।
এদিকে গোপন সংবাদের ভিক্তিতে গত সোমবার বিকেলে যৌথবাহিনী সেখানে অভিযান চালিয়ে শ্যালো চালিত ড্রেজার মেশিন ও বালুভর্তি একটি ট্রাক জব্দ করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় গতকাল মঙ্গলবার সকালে কুন্দগ্রাম ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোহাম্মাদ আলী নেওয়াজ বাদি হয়ে ট্রাক মালিক বেলাল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করেন।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি