শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 06:00 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ীতে সিফাত মিয়া নামের এক ছাত্রদল কর্মীর উপর হামলা চালিয়ে মারপিটের অভিযোগ উঠছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও শেখ রাসেল পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে রাব্বীর মোড় নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।আহত সিফাতকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিফাতের মা শিল্পি বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় এজাহার দাখিল করেছেন।
জানা গেছে,সিফাত নিজ বাড়ী থেকে প্রয়োজনীয় কেনা-কাটা করার জন্য বুধবার বিকেলে পলাশবাড়ী বন্দরে যায়। রাব্বীর মোড় নামক স্থানে রাহুল মিয়ার নেতৃত্বে কয়েকটি মোটর সাইকেলে রাহুল ও তার অনুসারিরা এসে সিফাতের পথরোধ করে সিফাতকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায়।
পরে বাড়াইপাড়া কবরস্থানের পাশে নিয়ে গিয়ে ব্যাপক মারপিট করে।পরে স্থানীয় লোকজন সিফাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
পলাশবাড়ীর থানার ওসি (তদন্ত) লাইসুর রহমান জানিয়েছেন সিফাতকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।