বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 05:54 am
কবির হোসেন মিজি:- চাঁদপুর শহরের যানজট নিরসনের লক্ষে ১১ দিনে সমাপ্ত করা হলো ২৬,শ ২৬ টি ইজিবাইকের লাইসেন্স নবায়ন ও লাল-সবুজ রংকরন কার্যক্রম।গত ১২ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলে।তবে লাইসেন্স নবায়নের সাথে যানজট নিরসনে দুই রঙের ইজিবাইক দুই ভাগে চালানোর জন্য চাঁদপুরের জেলা প্রশাসক পরিবহন প্রতিনিধিদের যে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তুলে ধরেছেন ইজিবাইক মালিক সমিতি ও চালকরা।
জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে চাঁদপুর শহরে লাইসেন্সকৃত বৈধ ইজিবাইকের পাশাপাশি লাইসেন্স বিহিন অনেক অবৈধ ইজিবাইক চলাচল করার কারনে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে অনেক যানজটের সৃষ্টি হয়। যার কারনে যানজট নিরসন করতে চাঁদপুর পৌরসভা থেকে ইজিবাইকের লাইসেন্সের ব্যবস্থা করা হয়।তারই প্রেক্ষিতে চাঁদপুর ইজিবাইক মালিক সমিতির প্রচেষ্টায় ও চাঁদপুর পৌরসভার লাইসেন্স শাখার কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গত ১২ জানুয়ারি থেকে লাইসেন্স নবায়ন এবং ইজিবাইকে লাল-সবুজ রংকরন কার্যক্রম শুরু করা হয়।
২২ জানুয়ারি বিকেলে এই লাইসেন্স নবায়ন ও ইজিবাইক লাল-সবুজ রংকরনের কার্যক্রম সমাপ্ত করা হয়। গত ১১ দিনে সর্বমোট ২৬শ ২৬টি ইজিবাইক লাইসেন্স নবায়ন করা হয় এবং লাল ও সবুজ রং করা হয়েছে বলে জানা গেছে। এই দুই রংয়ের ইজিবাইক গুলো একদিন লাল রং আরেকদিন সবুজ রঙের ইজিবাইক শহরে চলাচল করবে।
এদিকে ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ ও ইজিবাইক চালকদের দাবি, চাঁদপুর জেলা প্রশাসক শহরের যানজট কমাতে তাদের এমন প্রস্তাবনা দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করলেই তারা সম্মানের সাথে দুই ভাগে বিভক্ত করে দুইদিন দুই রঙের ইজিবাইক চালাবে বলে জানিয়েন।
এ বিষয়ে চাঁদপুর ইজিবাইক মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ গাজীসহ একাধিক নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর শহরে লাইসেন্স বিহীন অনেক অবৈধ ইজিবাইক রয়েছে। যার কারনে শহরের যানজটের সৃষ্টি হলে আমাদের অনেক বদনাম পোহাতে হয়। শহরের এমন যানজট নিরসন করতে প্রায় দুই মাস পূর্বে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বিভিন্ন পরিবহন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেন।
ওই সভায় তিনি আমাদেরকে দুইদিন আলাদা আলাদা রঙের গাড়ি চালানোর পরামর্শ দেন।তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন চাঁদপুরের বিভিন্নস্থান থেকে আসা সিএনজি স্কুটার শহরের বাসস্ট্যান্ট, কালী বাড়িতে প্রবেশ করবেনা।বাহিরে থেকে আসা সিএনজি স্কুটার গুলো যাত্রী নিয়ে যাওয়ার অবস্থান থাকবে ওয়্যারলেস, ফিসারী গেট, পার্সপোট অফিস সংলগ্ন, ও পুরান বাজার ব্রীজের ওপারে সহ যানজটমুক্ত স্থান গুলোতে। একই সাথে শহরের বিভিন্নস্থানে ফুটপাত দখল মুক্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
শ্রদ্ধেয় জেলা প্রশাসকের এমন প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরাও সে প্রস্তাবনা অনুযায়ী একদিন লাল রঙের আরেকদিন সবুজ রঙের ইজিবাইক চালানোর সিদ্ধান্তের সাথে একমত হয়ে নিয়মিত সেভাবেই গাড়ী চালাবো।