বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 05:36 pm
বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপের অভাবে দেশের মহাসড়কগুলো কার্যত নিরাপদ মহাসড়ক হয়ে উঠতে পারছে না,বিশেষ করে বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে হাটবাজার বসানোয় যানজট বাড়ছে, একই সঙ্গে মহাসড়ক আইন অমান্য করে গাড়ি চালানো, চুরি-ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির কারণে অনেকটা অনিরাপদ হয়ে উঠেছে সড়ক। তাই এসব অপরাধের বিষয়ে নাগরিকরা যেন হাইওয়ে পুলিশকে তাৎক্ষণিক জানাতে পারে, সে জন্য চালু হয়েছে হাইওয়ে পুলিশ স্পেশাল হোয়াটঅ্যাপ নম্বর (০১৩২০-১৮২২০০)। খুবই ইমারজেন্সি হলে ঘটনা জানাতে হোয়াটঅ্যাপে ভিডিও, অডিও পাঠানোর পাশাপাশি সরাসরি কল দিলেও সাড়া মিলবে ওই নম্বরে।
গত সোমবার থেকে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার এই স্পেশাল নম্বর চালু করেছে।
এতে ২৪ ঘণ্টাই দেওয়া যাবে অভিযোগ। তথ্য দেওয়ার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে কাজ শুরু করবেন। এই স্পেশাল নম্বরটি হাইওয়ে পুলিশকে অপরাধ দমনে সহায়তা করবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।
হাইওয়ে পুলিশ স্পেশাল নম্বরের বিষয়ে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে স্পেশাল নম্বরটি পরিচালনা করা হবে।
এতে ২৪ ঘণ্টায় দায়িত্বরত সদস্যরা রেসপন্স করবেন।এ নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, নাগরিকরা এতে ৩০ সেকেন্ডের মধ্যে ভিডিও, অডিও অথবা ঘটনার বিবরণ লিখে পাঠাতে পারবে।পাঠানোর পর সেসব অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত সদস্যরা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। আর এটি সার্বিকভাবে তদারকি আমি নিজেই করব।
প্রাথমিক পর্যায়ে হলেও এরই মধ্যে স্পেশাল নম্বরটি থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে।কিভাবে মহাসড়কের পাশে বসানো বাজার উচ্ছেদ করা হবে জানতে চাইলে হাইওয়ে পুলিশপ্রধান বলেন,‘আমরা সবাই চাই, নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক।এ জন্য হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে আসছে।তবে এ জন্য নাগরিকদের সচেতন হতে হবে আগে।
তারই অংশ হিসেবে আমাদের স্পেশাল নম্বর (০১৩২০-১৮২২০০) নতুন সংযোজন।
এতে সঠিক তথ্য দেওয়ার আহবান জানাই।কোনো হাইওয়ে পুলিশের নামেও কোনো অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়া কেউ যদি অযথা এই নম্বরে ভিডিও,অডিও কিংবা কল দেন তাহলেও বিষয়টি শনাক্ত করে হয়রানিকারী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কালের কণ্ঠ