বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 03:06 pm
প্রেস রিলিজ:-[ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫]:বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ বৈদ্যুতিক খাতের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে অষ্টমবারের মতো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী এ প্রদর্শনী আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে।প্রদর্শনীটিকে ‘বাংলাদেশ বিল্ডকন-২০২৫’, ‘বাংলাদেশ উড-২০২৫’ এবং ‘ইলেক্ট্রিকাল এক্সপো ২০২৫’- এই তিনটি ভাগে উপস্থাপন করা হচ্ছে, যেখানে দেশ-বিদেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের হাজারও পণ্য প্রদর্শিত হবে।
অষ্টম আন্তর্জাতিক বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেড শো বাংলাদেশ বিল্ডকন ২০২৫ আয়োজিত হচ্ছে সেফওয়ে গ্রুপের পৃষ্ঠপোষকতায়।এ প্রদর্শনীতে নির্মাণ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল ও মেশিনারী থেকে শুরু করে নানা ধরনের ইকুইপমেন্ট যেমন- আর্কিটেকচারাল ও বিল্ডিং হার্ডওয়্যার,অটো ক্লেভ, অ্যাব্রেসিভ টুলস, ফ্ল্যাপ ডিস্ক,এফআরপি ম্যানহোল কভার, পিসি ডেকোরেটিভ স্ক্রিন, ফ্লোর গ্রেটিং,হ্যান্ডহোল বক্স,ভেন্টিলেশন সিস্টেম, ফায়ার-রেসিস্ট্যান্ট গ্লাস, রেডি মিক্স কংক্রিট, প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং সিস্টেম,স্মার্ট স্ক্যাফোল্ড, পানি পরিশোধন ব্যবস্থা, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, পিভিসি ওয়াটারপ্রুফ ফেব্রিক সহ নানা উদ্ভাবনগুলো তুলে ধরা হবে।পাশাপাশি সংশ্লিষ্ট খাতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের কৌশল ও সুবিধাদিও বর্ণনা করা হবে।
দেশীয় কাঠ ও কাঠের কাজের শিল্প প্রদর্শনীর একমাত্র টেকনোলোজি ও ম্যাটেরিয়াল কেন্দ্রিক প্রদর্শনী ‘বাংলাদেশ উড ২০২৫’ এর অষ্টম আসরটিতে দেশীয় ও আন্তর্জার্তিক সরবরাহকারীরা তাদের ফার্নিচার ডিজাইন প্যানেল,৩ডি প্যানেল, লেজার কাটিং ও এনগ্রেভিং মেশিন, কাঠের ফ্লোরিং, প্লাইউড, এমডিএফ, লেমিনেট, কাঠের প্যানেল,হাইড্রোলিক হট প্রেস মেশিন, কাঠের আবরণ, ব্ল্যাকবোর্ড, ডোর এবং ফ্রেমসহ নানান উপকরণ প্রদর্শন করবেন।এছাড়া ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দেয়াল ক্ল্যাডিং এবং ফিক্সচার, ফার্নিচার ডিজাইন প্যানেল, থ্রিডি প্যানেল, কার্বন ডাই অক্সাইড লেজার কাটিং এবং এনগ্রেভিং মেশিন সহ নানা ধরনের পেইন্ট যেমন- দেয়াল পেইন্ট, কাঠের পেইন্ট, আঠা এবং ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট ইত্যাদি উপকরণও প্রদর্শন করা হবে।
বাংলাদেশ এলপ্রোটেক এক্সপো-২০২৫ এর তৃতীয় আসরটিতে দর্শনার্থীরা বৈদ্যুতিক পণ্য সম্পর্কিত যন্ত্রপাতি, আনুষঙ্গিক এবং খুচরা যন্ত্রাংশ দেখার পাশাপাশি ফাইবার লেজার মার্কিং মেশিন, সিএনসি রাউটার, লেজার কাটিং মেশিন, এবং নির্মাণ শিল্প ও গৃহসজ্জার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক নানা সরঞ্জামের উপস্থাপন দেখতে পাবেন।
আয়োজক সংস্থা এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর টিপু সুলতান ভুঁইয়া বলেন, "আমাদের এই আয়োজনটি দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক বছর ধরে বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে পণ্য সংগ্রহের এক দারুণ সুযোগ হিসেবে কাজ করছে।এবারের আয়োজনে চমৎকার সব পণ্য
প্রদর্শন করা হবে। যৌথ এ প্রদর্শনীতে এক ছাদের নিচে দর্শনার্থীরা নিজেদের প্রয়োজনীয় পণ্য বেছে নিতে পারবেন বলে আশা করছি।“
অষ্টম বাংলাদেশ বিল্ডকন,উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫ প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।