বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 03:51 pm
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাইদুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার (২০ জানুয়ারী) আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকার তালুকদার মার্কেটের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম আদমদীঘি উপজেলার সুদিন পশ্চিমপাড়ার সফির উদ্দিনের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত সোমবার রাত ৮টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় তালুকদার মার্কেটের সামনে মাদক বেচাকেনা চলছে।
এমন সংবাদের ভিক্তিতে থানার উপ পরিদর্শক এবিএম আরাফাত রহমান ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাইদুর ইসলামকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে নেশা জাতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি