বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 05:00 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর হিলিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত ফরিদ খান, উপজেলা সহকারী কৃষি অফিসার মেজবাহুর রহমান,আইসিটি প্রোগ্রাম অফিসার মোছাঃ জান্নাতুন ফেরদৌসী সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা ২৪ এর গনঅভ্যুত্থান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় তার বক্তব্য বলেন, ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা যেহেতু নতুন বাংলাদেশ পেয়েছি।তাই নতুন বাংলাদেশ বিনির্মান উপলক্ষ নিয়ে বিপিএল কেন্দ্রিক এই তারুণ্যের উৎসব উদযাপনের ব্যবস্থা করা হয়েছে।আগামী ২২ জানুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রা অংকন ও ২৩ জানুয়ারি ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের প্রেক্ষাপটের উপরে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।