মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 11:07 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক:- দিনাজপুরের বিরামপুরে ১২টি স্বর্নের বারসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুকুন্দপুর বাজার থেকে স্বর্নের বারসহ জয়দেব মহন্ত নামে ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার গিরেন মহন্তের ছেলে। বিষয়টি নিশ্চত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় একজন যুবক স্বর্নের বার ভারতে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বাজারে পুলিশ অবস্থান নিয়ে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ১২টি স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ২৫০ গ্রাম। বাজার মুল্য ১ কোটির ৩৯ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা। পরে মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।