মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
21 Jan 2025 05:20 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুরহাট এলাকায় পরপর দুই রাতে চারটি রাইস মিলের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।
ররিবার (১৯ জানুয়ারি) রাতে ভগবানপুর গ্রামের মৃত জহুরুল হকের স্ত্রী রহিমা হকের আর.কে রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার কেটে নিয়ে যায় সংঘবদ্ধ চোর দল।
রহিমা বেগম বলেন, 'আমি একজন বিধবা নারী। একমাত্র ছেলে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। মেয়ে ও নাতীকে নিয়ে বাড়িতে বসবাস করি।রাইস মিল থেকে যা আয় তা দিয়ে চলে সংসারের চাকা। আজ সকালে দেখি রাইস মিলের সংযোগ তার কাটা। রাতে আধারে কে বা কারা সম্পূর্ণ তার কেটে নিয়ে গেছে'।
তিনি বলেন,রাইস মিলে শক্তিশালী তার ব্যবহার করতে হয়।যা কিনতে অন্তত: ৫০ হাজার টাকা প্রয়োজন।এতটাকা কোথায় পাবো ভেবে চোখে সরষে ফুল দেখছি।তার ওপর অফিশিয়াল হয়রাণীতো আছেই।'
তিনি আরো বলেন,এর আগের রাত অর্থাৎ শনিবার (১৮ জানুয়ারি) রাতে একই এলাকার
শামীম মিয়া,শিবলী মৌলভী ও জিল্লুর রহমানের মালিকানাধীন রাইস মিলের বৈদ্যুতিক তারও চলে যায়।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ চুরি যাওয়া তার উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসনের সদয় হস্তক্ষে কামনা করেছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ওই এলাকায় রাতে পুলিশী টহল জোরদার করা হবে।