রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 05:53 pm
বার্তা প্রেরক হানিফ:- আজ ১৯ জানুয়ারি রোজ রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হানিফ বাংলাদেশী বলেন গত ১লা অক্টোবর অর্ন্তর্বতী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা-২০২৪ জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে অর্ন্তর্বতী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়। নীতিমালায় বলা হয়েছে, ১৫কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। কিš‘ গত চার মাসেও সম্পদ বিবরণী জামা দেননি।
জনগণ প্রথমে অর্ন্তর্বতী সরকারের এই দূরদর্শী সিদ্ধান্তে আশান্বিত হয়েছে। কারণ বাংলাদেশের ক্ষমতাসীনরা আয় ব্যয়ের হিসাব জমা দেয়না। ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতায় আসারা পর ক্ষমতা অপব্যবহার করে ঘুষ দুর্নীতি তদবির, নিয়োগ বানিজ্য করে অটেল সম্পদের মালিক হয়। জনগণের নিকট কখনো সম্পদের সঠিক হিসাব দেয় না। জনগণ মনে করেছে এই অর্ন্তর্বতী সরকার তাদের নিজেদের সম্পদ বিবরণী জমা দিয়ে একটা দৃষ্টান্ত ¯’াপন করবেন। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা অর্ন্তর্বতী সরকারের দেখানো পথ অনুসরণ করবে। এখনো সম্পদ বিবরণী জমা না দেওয়ায় জনগণ আশাহত হ”েছ। আমি দুর্নীতির বির“দ্ধে গত ১০ বছর যাবত ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় প্রচারণা চালিয়ে যা”িছ। আমার এই দাবি কারো বির“দ্ধে শত্রুতাবশত নয়। দুর্নীতির বির“দ্ধে নাগরিক দায়িত্ব পালন করছি।
হানিফ বাংলাদেশী বলেন উপদেষ্টাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য আমি গত ৫ ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি জামা দিয়েছি। আমারা এখনো আশাকরি প্রজ্ঞাপন মেনে উপদেষ্টারগণ তাদের সম্পদ বিবরণী জমা দিবেন।