রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
19 Jan 2025 06:39 am
শরীয়তপুর প্রতিনিধি:-এফ.সি ধানুকার উদ্যোগে ডে-নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকালে শরীয়তপুরের সরকারি শিশু পরিবার (মাদবর বাড়ী মাঠ),স্টেডিয়াম সংলগ্ন উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শরীয়তপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)।
বিশেষ অতিথি ছিলেন,আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সভাপতি,সদর উপজেলা বিএনপি ও সহ-সভাপতি,শরীয়তপুর জেলা বিএনপি। এ্যাড.মোঃ জাহাঙ্গীর আলম কাশেম,সহ-সভাপতি,শরীয়তপুর জেলা বিএনপি।এ্যাড. লুৎফর রহমান ঢালী,সভাপতি,শরীয়তপুর পৌরসভা বিএনপি। মোঃ সামসুল হক ঢালী, সাধারণ সম্পাদক,শরীয়তপুর পৌরসভা বিএনপি।আরিফুজ্জামান মোল্লা,সভাপতি, শরীয়তপুর জেলা যুবদল।নাজমুল হক (ভিপি বাদল),সাবেক ভিপি, শরীয়তপুর সরকারি কলেজ।এ্যাড. মৃধা নজরুল কবির, সহ-প্রচার সম্পাদক,শরীয়তপুর জেলা বিএনপি।মোঃ লাবলু খান, সভাপতি, শরীয়তপুর জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদ।রমিজ মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক।আব্দুস সালাম মাদবর,বিশিষ্ট সমাজ সেবক ও টুর্নামেন্ট সভাপতি।
অতিথিবৃন্দ: জামাল ঢালী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,শরীয়তপুর পৌরসভা যুবদল, রসুল সরদার, সহ-সভাপতি, শরীয়তপুর জেলা মৎস্যজীবী দল।আনোয়ার হোসেন সরদার, সভাপতি,শরীয়তপুর সদর উপজেলা মৎস্যজীবী দল। ফারুক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক, তারেক পরিষদ,শরীয়তপুর পৌরসভা।মনির মাল, সদস্য, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দল।জয়নাল হাওলাদার, সাবেক সভাপতি, ৭নং ওয়ার্ড যুবদল।খান মোঃ আমিনুজ্জামান (জনি), সাবেক যুগ্ম আহ্বায়ক, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদল।রুবেল মোল্লা, প্রচার সম্পাদক,পৌরসভা যুবদল। হাকিম ঢালী, ইয়াছিন সরদার, তুহিন মাদবর (বাবু), হাশেম সরদার।
পরিচালনায়:আবদুল্লাহ আরমান, হাসিবুর রহমান শান্ত, আব্দুল্লাহ আল আরিফ, মোহাম্মদ আরমান দর্জি ও মোঃ সজল মোল্লা।
ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে রুবেল স্মৃতি সংঘ (মনোহর বাজার) এবং রানার্স আপ হয়েছে এফ.সি এলেভেন স্টার রানা (ধানুকা)