শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
26 Jan 2025 12:23 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচে ফিল্ডিংয়ের সময় দুয়োধ্বনি শুনেছেন ঢাকার লিটন দাস। বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় তাকে উদ্দেশ্য করে কিছু সমর্থক ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দেন। সমর্থকদের এমন আচরণের পর সামাজিক মাধ্যমে লিটন দাসের পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’
লিটনের প্রশংসা করে দলটি আরও লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’ ঢাকা ক্যাপিটালসের এই পোস্ট হৃদয় ছুঁয়েছে লিটনের। শনিবার (১৮ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালসের চমৎকার আচরণে সত্যিই মুগ্ধ। যারা আমাকে এবং সকল অ্যাথলেটকে তাদের ভালো-খারাপ সময়ে সমর্থন দিয়ে যান, তাদের সবাইকে ধন্যবাদ। আপনার বিশ্বাসই আমাদের কাছে পৃথিবী।’
প্রসঙ্গত, বিপিএলে বাজে শুরুর পর সম্প্রতি জ্বলে উঠেছে লিটনের ব্যাট। গত ১২ জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫* রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন তিনি। যদিও চট্টগ্রাম পর্বে ঢাকার প্রথম ম্যাচে ১৭ বলে ১৩ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার।