শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 08:39 am
মামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এই স্লোগান নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অর্ধডজন কর্মসূচি পালিত হয়েছে।
ইন্দুরকানী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার (১২ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ সব কর্মসূচি পালিত হয়।কর্মসূচির মধে ছিল তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা,বিতর্ক, কুইজ,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূণ্যতার প্রচার, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন এবং প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ বর্তমান সরকারের নিজস্ব একটি উদ্যোগ।তরুণ প্রজন্মকে সব বিষয়ে এগিয়ে নেয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ইন্দুরকানীতে আমরা উৎসবমুখর পরিবেশে স্বতস্ফুর্তভাবে তারুণ্যের উৎসব পালন করতে পেরেছি।