শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
17 Jan 2025 02:03 pm
৭১ভিশন ডেস্ক:- নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল কর্মীরা।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিয়াজুল ইসলাম মাসুম (৩০) নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে।তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও যুবদল কর্মীরা জানান,যুবদলের কিছু কর্মীরা বৃহস্পতিবার বিকেলে রূপপুর এলাকায় বেড়াতে যান।এ সময় তারা ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে মাসুমকে কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে বসে আড্ডা দিতে দেখেন।বিষয়টি নাটোরের স্থানীয় নেতাকর্মীদের জানালে তারা একটি মাইক্রোবাসে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় যান এবং পুলিশকেও বিষয়টি জানান।পরে সেখানে রিয়াজুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশের একটি টিম হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মাসুমকে আটক করে নাটোর থানায় নিয়ে আসেন।তার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
কালের কণ্ঠ