শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 04:46 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের চীন সফরকালে এ ঘোষণা দেওয়া হবে।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। আগামী ২০-২৪ জানুয়ারি নির্ধারিত চীনে পররাষ্ট্র উপদেষ্টার সফরের আগে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষের মধ্যে প্রধানত পররাষ্ট্র উপদেষ্টার সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। তারা আলোচনা করেন, আসন্ন সফরটি বিশেষ তাৎপর্য বহন করবে কারণ এটি এ বছরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর। সফরকালে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
সফরটি উভয় দেশের মধ্যে ভাগাভাগি করা গভীর বোঝাপড়া, বন্ধুত্ব এবং প্রাণবন্ত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য আয়োজন করা হয়েছে, যা কৌশলগত সহযোগিতাকে এগিয়ে নেওয়ার জন্য একটি নতুন অঙ্গীকারের ইঙ্গিত দেয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক চীন নীতির প্রতি বাংলাদেশের অটুট সমর্থনের জন্য চীনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি চীনের দৃঢ় শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের স্থিতিশীলতা, সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য চীনের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দেন যে এ সফর দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
রাষ্ট্রদূত ওয়েন চট্টগ্রামে চায়না ইকোনমিক জোন এবং কানেক্টিভিটি বাড়ানোর মতো প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বিশেষ করে ডিজিটাল কানেক্টিভিটি এবং বন্দর আধুনিকায়নের মতো খাতে সহযোগিতা বাড়ানোর কথা বলেন।
পররাষ্ট্র সচিব রোহিঙ্গা ইস্যুতে চীনের সক্রিয় ভূমিকার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।জোর করে বাস্তুচ্যুত করা মিয়ানমারের নাগরিকদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতে চীনের অব্যাহত সমর্থন কামনা করেন সচিব।উভয় পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টার সফর বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার একটি নতুন অধ্যায়ের পথ প্রশস্ত করবে এ প্রত্যাশা নিয়ে বৈঠকটি শেষ হয়।